২০২৫ সালে দূর্গা পূজার সময় ও তিথি

২০২৫ সালে দূর্গা পূজার সময় ও তিথি নিয়ে  অনেকের আগ্রহ রয়েছে কারণ হিন্দুদের প্রধান ধর্ম উৎসব হচ্ছে দুর্গাপূজা। দুর্গাপূজা হিন্দুদের মাঝে উৎসবের বা্র্তা নিয়ে আসে। তাই আজকে আমাদের আলোচনা বিষয় নির্ধারণ করছি দুর্গা পূজার সময় ও তিথি নিয়ে।যারা দুর্গাপূজার নিয়ে বিস্তারিত জানতে চান কবে মহালয়া কবে ষষ্ঠী হবে কবে দশমী হবে তারা আমাদের আর্টিকেলটি একবার পড়ে দেখতে পারেন। কারণ এখানে দুর্গাপূজা 2025 এর দিনক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে।

২০২৫-সালে-দূর্গা-পূজার-সময়-ও-তিথি

দেরি না করে দেখা যাক ২০২৫ সালে দুর্গা পূজার সময় ও তিথি সম্পর্কে। কারণ দুর্গাপূজার সময় অনেক বিধি নিষেধ বা নিয়ম কানুন রয়েছে যেগুলো তিথি দেখে করতে হয়। যারা দুর্গাপূজো নিয়ে জানতে আগ্রহী আশা করি তাদের জন্য আমাদের আর্টিকেলটি উপকারে আসবে। 

পোস্ট সূচীপত্র : ২০২৫ সালে দুর্গা পূজার সময় ও তিথি 

২০২৫ সালে দুর্গা পূজার সময় ও তিথি 

২০২৫ সালে দূর্গা পূজার সময় ও তিথি নিয়ে বিস্তারিত আলোচনার এই পর্যায়ে আমরা জানবো মহালয়া কবে হবে। কারণ মহালয়ার পর থেকে দূর্গা পূজার আমেজ শুরু হয়ে যায়। দুর্গাপূজা কবে শুরু হবে এবং কবে শেষ।দেবী দূর্গার কিসে আগমন ঘটবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানব। তাই ধৈর্য ধরে আমাদের আর্টিকেলটি পড়ুন। দর্শকদের জানার আগ্রহের শেষ নেই। তাই তাদের চাহিদা অনুযাযয়ী আমাদের ছোট্ট প্রয়াস। কারণ উৎসব বাঙালির মনে প্রাণে মিশে রয়েছে। তাই উৎসব নিয়ে সবার আগ্রহ অনেক বেশি বিশেষ করে ছোট বাচ্চাদের। 
 
এ বছর 2025 সালের দূর্গা পূজা শুরু হবে  অর্থাৎ দুর্গার ষষ্ঠী হবে 28 সেপ্টেম্বর  এবং বাংলা ১৪৩২ সনের ১১ই আশ্বিন। এবং দশমী হবে 3 অক্টোবর এবং বাংলা ১৫ আশ্বিন। শরতের আকাশে মেঘের ঘনঘটা এবং কাশফুল দেখলে প্রথম যে জিনিসটি মাথায় আসে সেটি হচ্ছে আশ্বিন মাস আর আশ্বিন মাস মানে দুর্গোৎসব। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা। তবে সকল ধর্মের মানুষ উৎসবে শামিল হয় এবং আনন্দ ভাগাভাগি করে। সকল বয়সের এবং সকল শ্রেণীর পেশার মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে।  
এ বছর মহালয়া হবে ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর আর মহালয়া মানে দেবীপক্ষের আগমন। মহালয়া মানে পুজোর আমেজ শুরু। এবছর দেবী দুর্গা দোলাই আগমন ঘটবে। দুর্গাপূজার প্রতিটা তিথি অনেক গুরুত্বপূর্ণ দুর্গাপূজার প্রধান যে তিথি গুলো পালন করা হয় সেগুলো হলো সন্ধিপূজো, কুমারী পুজো, অষ্টমীর অঞ্জলি, কুমড়া গলি ইত্যাদি। এসব পুজোর সময় ও তিথি ভালো ভাবে দেখে পালন করতে  হয়। কারণ এসব পুজোতে মঙ্গল অমঙ্গল এর ব্যাপার রয়েছে। তাই হিন্দুরা এসব নিয়ম ভালো করে পালন করেন। 

দূর্গা পূজার সৃষ্টির ইতিহাস 

দূর্গা পূজার সঠিক ইতিহাস কবে তার সঠিক তথ্য  এখনো জানা যায়নি তবে ধারণা করা হয় দ্বাদশ কিংবা ত্রয়োদশ শতাব্দীতে বাংলায় প্রথম দুর্গাপূজা শুরু হয়। সে সময় রাজশাহীর তাহিরপুরের রাজা কংসনারায়ন  দুর্গাপূজার সুচনা করে। পরবর্তীতে ১৬১০ সালে কলকাতার রাজা সাবর্ণ রায় চৌধুরী পারিবারিকভাবে দুর্গাপূজার প্রচলন শুরু করে। তাই ধারণা করা হয় কলকাতার দূর্গা পূজা গুলোর মধ্যে এটি সম্ভবত প্রাচীন দুর্গাপুজো। তবে পৌরাণিক কাহিনী মতে দেবতারা মহিষাসুরকে বধ করার জন্য মা দুর্গাকে সৃষ্টি করেন। মা দুর্গার দশটি হাত থাকে এই দশ হাতে একেক দেবতা একেক টি অস্ত্র  দিয়েছে। 

অন্যদিকে রাম রাবণকে বধ করার জন্য মা দুর্গার অকালবোধন করেন। শরতকালের  আশ্বিন মাসে ১০৮ টি নীল পদ্ম দিয়ে। তখন থেকে দুর্গাপূজার প্রচলন শুরু হয় আশ্বিন মাসে। তার আগে থেকেও বসন্তকালে মা দুর্গাপুজো হয়ে থাকে যা বাসন্তী পূজা নামে পরিচিত। বাসন্তী পূজা অবশ্য প্রথম রাবণই চালু করেছিলেন। শরৎকালীন দুর্গো পুজোর আরম্বরে বাসন্তী পূজার আমেজ কমতে বসেছে। তাছাড়া বাসন্তী পূজো তেমন বিভিন্ন জায়গা হয় না কিন্তু দুর্গাপুজো বিভিন্ন জায়গায় হয়ে থাকে তাই এর আমেজ ও বেশি।

তবে প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়। পাঁচ দিন দুর্গাপূজা পালিত হয়। এটি হিন্দুদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান বলে পালিত হয়। দুর্গাপূজায় দুর্গা মন্দির গুলোকে আকর্ষণীয় করে সাজানো হয়। পুজার মেন আকর্ষনে থাকে বিভিন্ন মণ্ডপ গুলো। কারণ একটা মন্ডপে একেক রকম ঐতিহ্য তুলে ধরা হয়। দুর্গা প্রতিমার পাশাপাশি মূল আকর্ষণ থাকে দুর্গাপূজায় নারিকেল লাড়ু ও মন্ডপ। বিভিন্ন ধরনের নাড়ু তৈরী করা হয়ে থাকে। 

ষষ্ঠী পুজো কবে ও পূজোর তিথি 

২০২৫ সালে দুর্গাপুজোর সময় ও তিথি জানার মাধ্যমে আমরা জানতে পারবো ষষ্ঠী পুজো কবে এবং ষষ্ঠী পূজার তিথি সম্পর্কে। কারণ ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে দেবী দুর্গার আগমন অর্থাৎ দেবীর বোধন শুরু হয়। এবং ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা কলম প্রতিষ্ঠিত করা হয়। এ দিন দেবী আসায় আনন্দের সবাই মেতে উঠে। এবছর ষষ্ঠী পূজার শুরু হবে বাংলা ১৪৩২সনের ১১ আশ্বিন রবিবার অর্থাৎ ২৮ সেপ্টেম্বর ২০২৫।

ষষ্ঠী পূজার তিথি  
এ বছর ষষ্ঠী পূজার তিথি থাকবে রবিবার ২৮ সেপ্টেম্বর সকাল ১০ টা ৪৩ মিনিট পযর্ন্ত। দেবের আগমন বা বোধন ও চক্ষুদান সম্পন্ন করতে হবে এবং এই তিথির মধ্যে ষষ্ঠী পূজার সম্পূর্ণ করতে হবে। ষষ্ঠী পূজার মাধ্যমে দেবীর মৃন্ময় রূপে প্রাণ প্রতিষ্ঠান হবে। দেবি ফিরে পাবে তার স্বরূপ যা দেখে মানুষের মন ভরে যাবে এবং মর্তধাম আলোকিত করবে। 

সপ্তমী পুজো কবে ও পুজোর তিথি 

দূর্গা পূজার দ্বিতীয় দিন হচ্ছে সপ্তম দিন। এদিন দেবী কে বিশেষভাবে পূজা করা হয়। সপ্তমীর দিন সকাল বেলা নবোপত্রিকার স্নান করা হয়। অর্থাৎ সপ্তমী পূজার সকালটা শুরু হয় নবপত্রিকা স্নানের মাধ্যমে। এদিন গণেশের পাশে কলা বউ প্রতিষ্ঠা করা হয় বিশেষ পূজা অর্জনের মাধ্যমে। নবপত্রিকা পরিধান করা হয়। এদিন দেবিকা ফুল জল অর্পণ করা হয়। এবং ভক্তি ভরে মা দুর্গার আরাধনা করা হয়। 

সপ্তমী পুজোর তিথি 
এ বছর 2025 সালের সপ্তমী হবে ২৯ সেপ্টেম্বর সোমবার এবং বাংলায় ১২ই আশ্বিন ১৪৩২। পঞ্জিকা মতে সপ্তমী তিথি থাকবে ১২ টা ২৮ মিনিট পযর্ন্ত। সপ্তমীর সন্ধ্যায় সন্ধি পূজা করা হয়। 

অষ্টমী পূজো কবে এবং পূজোর তিথি

দূর্গা পূজার প্রধান পূজা সম্পূর্ণ হয় অষ্টমী পুজোর দিন। বছর অষ্টমী পুজো হবে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার এবং  বাংলায় ১৩ আশ্বিন  ১৪৩২। পুজার মেন আকর্ষণ থাকে কুমারী পুজো। অষ্টমী পূজার সকাল শুরু হয় পূজো দিয়ে। সেদিন বিশেষ আরাধনা করে মা দুর্গা পূজা করা হয়। অষ্টমীতে কুমারী পুজো, কুমড়া গুলি এবং ১০১ টি প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা সন্ধি পুজো করা হয়। অষ্টমীর দিন মায়ের পায়ে পুষ্প অর্পণ করা হয় এবং এবং মায়ের জন্য চরণ অমৃত জল ভক্তদের দেওয়া হয়। অষ্টমীর দিন অনেকে উপবাস রাখে দেবী দুর্গার নামে এবং মঙ্গল কামনায়। 
অষ্টমী পূজার তিথি 
অষ্টমী পূজা হচ্ছে একটি বিশেষ পুজো। এদিন মা দুর্গার কাছে  মন প্রাণ খুলে হোক তারা প্রার্থনা করে সুখ শান্তি লাভের আশায় বা তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। এবার অষ্টমী পুজোর তিথি আছে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার। অষ্টমী ও নবমি তিথির  সন্ধিক্ষণের সন্ধি পূজা করা হয়। এবার সন্ধি পূজা ১ টা বাজে ২১ মিনিট থেকে ২ টা বেজে ৯ মিনিটের মধ্যে। 

নবমী পুজো কবে এবং পূজোর তিথি 

দূর্গা পূজার ৪তম দিন হচ্ছে নবমী পূজো। নববি পুজোর দিন হাম যজ্ঞ করা হয়। পূজা আসলে যাওয়ার মায়ের বিদায়ের সুর বেজে উঠে। দেবী দূর্গা পৃত্রিলয় ছেড়ে  শ্বশুরালয় চলে যায়। অর্থাৎ মর্ত ছেড়ে স্বর্গে চলে যায়। এদিন মহা হোম যজ্ঞ করা হয়। এবং নবমীতে না দূর্গা কে চন্ডী রূপে পূজা করা হয়। এবার নবমী তিথি বলেছে পহেলা অক্টোবর এবং ১৪৩২ বঙ্গাব্দ ১৪ আশ্বিন বুধবার। নবমী তিথী থাকবে দুপুর ২ টা ৩৬  মিনিট পযর্ন্ত। 

দশমী পুজো কবে এবং পূজোর তিথি 

দূর্গা পূজার ৫ দিনের মধ্যে সবচেয়ে আবেগ ঘন দিন হচ্ছে দশমীর দিন। এ দিন মা দূর্গার বিদায় ঘন্টা বেজে যায়। এ দিন সিঁদুর খেলা এবং সকালে একে অন্যকে মিষ্টিমুখ করাতে মেতে উঠে। মা দুর্গা সকলকে কান্নায় ভাসিয়ে স্বর্গলোকে চলে যাই আবার একটি বছরের জন্য। আবার একটি বছরের পর মা আসেন মর্তবাসির মঙ্গল কামনায়।  এবার ২০২৫ সালের দশমী পূজা পড়বে ২ অক্টোবর বৃহস্পতিবার ১৪৩২ বঙ্গাব্দ ১৫ আশ্বিন। এবং তিথি থাকবে ২ টা ৫৬ মিনিট পর্যন্ত। 

এ বছর দুর্গার সপ্তমী সোমবার পড়েছে তাই দেবীর গজেয় আগমন এবং গজে গমন। তাছাড়া এবার মহালয়া পড়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৫। মহালয়া মনে দেবে আগমন আর দশমী মনে  দেবীর গমন।

শেষকথা: ২০২৫ সালের দুর্গাপুজোর সময় ও তিথি 

২০২৫ সালের দূর্গা পূজার সময় ও তিথি নিয়ে উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি পোস্টটি ভালো লাগেছে কারণ এখানে আমরা আলোচনা করেছি ২০২৫ সালের দূর্গা পূজার কখন থেকে শুরু হবে এবং  ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবম, দশমী পূজার তিথি কখন কখন রয়েছে। হিন্দুদের বারো মাসে তের পার্বণ এর মধ্যে দুর্গাপূজা হচ্ছে অন্যতম তাই এটা নিয়ে ছেলে থকে বুড়ো সকলের আগ্রহ অনেক। তাই আমরা ২০২৫ সালে দূর্গা পূজার সময় অতিথি নিয়ে আলোচনা করেছি। 
আমাদের এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দিবেন। আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এএন আইটি কেয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url