completing sentence আয়ত্ব করার অসাধারণ টেকনিক
Completing sentence আয়ত্ব করার অসাধারণ টেকনিক নিয়ে আজকে আমাদের আলোচনা, সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ইংরেজি ব্যাকরণের কমপ্লিটিং সেন্টেন্স আয়ত্ব করার জন্য কিছু অসাধারণ রুলস নিয়ে। যেগুলো দারা আমরা শিখবো কিভাবে একটি অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ করতে হয়।
তো চলুন দেরি না করে দেখা যাক Completing sentence আয়ত্ব করার Rules গুলো কি কি এবং কিভাবে এগুলো solve করতে হয়। তাছাড়া এগুলো জানার জন্য আপনাকে sentence ও tense সর্ম্পকে ধারণা থাকতে হবে।
পোষ্ট সূচীপত্র: completing sentence আয়ত্ব করার অসাধারণ টেকনিক
completing sentence আয়ত্ব করার অসাধারণ টেকনিক
completing sentence আয়ত্ব করার জন্য যে সব Rules জানতে হবে ।
Rules 1: If অর্থ যদি
If যুক্ত completing sentence complete করার জন্য ৩টির র্শত রয়েছে এগুলো হলো
- First condition
- Second condition
- Third condition
1) First condition :
If যুক্ত clause টি present simple / indefinite হলে পরবর্তী clause টি future simple/ indefinite.
Structure: If যুক্ত clause + sub + shall/ will+V1+ object
যেমন : If her uncle arrives she will welcome him.
2) Second condition
If যুক্ত ক্লোজ টি past simple / Indefinite হলে পরবর্তী, clause টি হবে future in the past.
ST: If clause + subject +should/could /might+V1+object.
যেমন : If I invited him he would join the party.
3) Third condition
If যুক্ত clause past perfect হলে, পরবর্তী clause টি হবে future in the perfection.
ST: If যুক্ত clause + sub + should/would /might+have+V3+ object.
যেমন: If had a lot of money I would have helped the poor.
Rules 2: lest অর্থ দেরিতে
কোন কাজ দেরিতে আরম্ভ করার ক্ষেত্রে lest ব্যবহৃত হয়।
ST: প্রথম clause + lest + sub + should/might + v1+ object.
যেমন : Read attentively lest you should fail in the exam.
Rule 3: Since অর্থ কারণ / যেহেতু
Since এর ১ম অংশ present tense হলে পরের অংশ হয় past indefinite এবং since এর ১ম অংশ past indefinite হলে পরের অংশ হবে past perfect.
ST: a) present tense + subject + v2+ object .
যেমনঃ Five year have passed since I went to Dhaka .
b) Past Indefinite tense + subject + had + v3 + object .
যেমনঃ Ten years passed since I had gone to Dhaka .
Rule 4: It is time ইহার অর্থ এটাই উপযুক্ত সময়।
কোনো কাজ যথাযথ সময়ে করার ক্ষেত্রে it is time ব্যবহৃত হয়। ইহার পরে infinitive.
ST: It is time + to + V1 +object.
যেমন ঃ It is time to eat rice.
Rule 5: It is a high time / It is a long time.
ইহার অর্থ এটাই উপযুক্ত সময় পার হওয়া।
কোনো কাজ অতিবাহিত হওয়া অর্থে It is high time/ It is a long time ব্যবহ্রত হয় । ইহাদের পর past indefinite tense বসে ।
ST: It is a high time / It is a long time + sub + V2 + object
যেমনঃ It is a high time I went to cox's Bazar.
Rule 6: would you mind ইহার অর্থ আপনি কি কিছু মনে করবেন
কোনো কিছু ভদ্রতা/ নম্রতা/ বিনয়তা প্রকাশ করতে would you mind ব্যবহৃত হয়। ইহাদের পর greened বসে ।
ST: would you mind + V1 + ing + object.
যেমনঃ would you mind taking a cup of tea.
Rule 7: I wish অর্থ এমন যদি হতো
কোনো বিষয়ে ইচ্ছে প্রকাশ করার ক্ষেত্রে I wish ব্যবহৃত হয়। তবে I wish এর পরির্বতে I like/ would that/ I fancy/oh that ব্যবহার করাও হয়।
ST: I wish/ I like/ would that/ I fancy/oh that + subject + were/ could be+ object.
যেমন: I wish I were a poet.
[Note : Oh that/ o that এর ক্ষেত্রে শেষে আবেগসূচক চিহ্ন বসে এবং বাকি গুলোর ক্ষেত্রে Full stop বসে। উদাহরণঃ O that I were a child again ! ]
Rule 8: That/ so that / inorder that / provided that / providing that
কোনো কিছুর উদ্দেশ্য /ফলাফল/ ঘটনা জানতে বা বোঝাতে এগুলো ব্যবহৃত হয়।
ST : clause + that /so that/ in order that / provided that/providing that + sub+ can/could/shall/ should/ will/ would/may/might+ V1+ object .
যেমনঃ We eat so that we may live.
Rule 9: As if / as though ইহার অর্থ যেন
কোনো ব্যাক্তি, বস্তু , প্রাণী বা পদার্থের সাথে অন্য কোনো ব্যক্তি , বস্তু, প্রাণী বা পদার্থের তুলোনা করা অর্থে।অর্থাৎ কোন কিছুর সাথে কোন কিছুর তুলনা করা অর্থে as if / as though ব্যবহৃত হয়।
ST: ১ম অংশ present tense হলে পরের অংশ হবে past tense. ১ম clause + as if /as Though + sub + V2+ obj.
যেমন : He speaks + as if/ as though+ sub + V2 + obj .
প্রথম অংশ past tense হলে পরের অংশ past parfect হবে। ১ম clause + as if/ as though + sub + V2 + obj.
যেমন: He acted as if he had been child again.
Rule 10: This/ the place ......where ইহার অর্থ এটাই সেই স্থান সেখানে,
এটাই সেই জাইগা যে জাইগাতে আমরা প্রতিদিন খেলতে যেতাম বা ঘুরতে যেতাম এরকম অর্থে ব্যবহৃত হয় ।
[Note: এখানে this place/ the place এর পরিবর্তে জায়গার নাম বসবে]
ST: Sub+ verb + The place/this place + where + clause .
যেমন : Bangladesh is the country where we like .
Rule 11: The time........when ইহার অর্থ যখন সে সময়
এখানে the time এর পরিবর্তে সময় বাচক সংখ্যা বসে।
ST: subject + verb + the time when + clause বসে।
যেমন : Afternoon is the time when the boys are going to the playground.
Rule 12: would rather ইহার অর্থ বরং।
দুইটি ঘটনা বা কাজের মধ্যে একটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে would rather ব্যবহৃত হয়।
ST : subject + would rather + than + V1+ বাকি অংশ।
যেমন : I would rather die than beg.
Rule 13: Had better/ would better ইহার অর্থ বরং ভালো
দুইটি ঘটনা বা কাজের মধ্যে একটিকে অধিক গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে had better / would better ব্যবহৃত হয়।
ST : subject + had better + wood better + V1 +object বাকি অংশ.
যেমনঃ You had better go there.
Rule 14: Unless : ইহার অর্থ যদি না / না হলে
Unless যুক্ত clause -এ কোনো Negative word ব্যবহৃত হয় না এক্ষেত্রে
ST: unless + sub+ verb+ adjective/adverb/pharse+সঙ্গতি পূর্ন clause/subject+ tense আনুযায়ী av+not+pv+obj.
যেমনঃ Unless you work hard , you can not prosper in life.
Rule15: let along ইহার অর্থ দূরের কথা, প্রশ্ন ওঠেনা, বা অসম্ভব।
কোনো সহজ কাজ কারো পক্ষে সম্ভব না হলে, তার কাছে কঠিন কাজ আশা করা ঠিক না।
ST: subject+ Negative verb+ pv/V1 + object + let along+ Noun বাচক object.
যেমনঃ He can not drive a car let along anairplane.
Rule16: Though/although : ইহার অর্থ যদিও
একই রকম ব্যাক্তি বা প্রাণী মধ্যে বিপরীতধ্ররমী দুই বা ততোধিক গুন প্রকাশ করতে হয় Though/although ব্যবহৃত হয় ।
ST: Though/ although+ subject+ verb+ object + সঙ্গতি পূর্ন বিপরীত ধদclause/ sub+ tense av+ pv+ object.
যেমনঃ Though he is poor, he is honest.
Rule 17: No-sooner had/ hardly had/ scarcely had/ surely had তে-না।
দুটি ঘটনা বা কাজ কিছুক্ষণ পরপর ঘটার ক্ষেত্রে অর্থাৎ যেতে না যেতে যেতে ধরনের কথা প্রকাশ করতে এগুলা ব্যবহৃত হয়।
ST: No-sooner had / hardly had/ scarcely/ surely had+subject+ V3+ object then /when + subject + V2 + object.
যেমন : No-sooner had the thief saw the police than he ran away.
[Note: এর ক্ষেত্রে ব্যবহৃত হবে than বাকিগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হবে when]
Rule 18: till until পর্যন্ত/ না পর্যন্ত
কোন সময়কে বোঝাতে till/ until ব্যবহৃত হয়।
ST : subject + verb + বাকি আংশ+ till/ until+ subject + verb +object.
যেমনঃ You stay here till/ until I come back.
Rule 19: Before ইহার অর্থ পূর্বে / আগে
কোন কাজ আগে করার ক্ষেত্রে Before ব্যবহৃত হয়। ইহার প্রথম অংশ হয় past perfect এবং দ্বিতীয় অংশ হয় pest Indefinite .
ST: Clause+ before+ Subject + V2+ object.
যেমন : The patient had died before the doctor come.
Rule 20: After - যার অর্থ পরে
কোন কাজ পরে করার ক্ষেত্রে after ব্যবহৃত হয় ইহার প্রথম অংশ হয় past indefinite এবং ২য় অংশ হয় past perfect.
ST: clause+ but+ V1+ object.
যেমন : He is poor but need the help.
Rule 21: But ইহার অর্থ কিন্তু।
কোন কিছুর মিল/ অমিল/ বিপরীত ধর্মী /গুণ প্রকাশ করতে but ব্যবহৃত হয়.
ST: Clause+ but+ V1+ object.
যেমনঃ He is poor but need the help.
Rule 22: Inspite of/ Despite of ইহাদের অর্থ সত্বেও
দুইটি ঘটনা বা কাজের মধ্যে একটি গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে Principal clause এর শুরুতে বসে।
ST: Inspite of/ Despite of+ Noun/ noun pharse/ Geruned বসে+ বাকি আংশ + সঙ্গতিপূর্ণ বিপরীত ধর্মী clause বসে ।
যেমনঃ In spite of his being poverty he is honest.
Rule 23: While এর অর্থ যখন......... তখন।
চলমান কোনো কাজের মধ্যে সময় খুব এত হুইল বসে। ইহার পর main verb + ing/ continuous tense বসে।
ST: While + main verb+ ing + obj+২য় clause,
While+ sub+ tense অনুযায়ী be verb +main verb+ ing + obj+ কমা + ২য় clause .
যেমনঃ while I was walking along the street, I saw an accident.
Rule24: Becouse কোনো কিছুর কারন বোঝাতে Becouse ব্যবহৃত হয়।
ইহার অর্থ যেহেতু ............... সেহেতু। এক্ষেত্রে উদ্দেশ্য বাচক clause টি +Becouse + কারন বাচক clause টি বসে।
ST: subject+ tense verb + object + because + clause
যেমনঃ I can not go to school because my illness.
Rule 25: As soon as ইহার অর্থ যেই মাত্র.........সেই মাত্রই
ST: As soon as + subject + tense অনুযায় verb + object+ কমা + ২য় clause বসে।
যেমনঃ As soon as the thief saw the police, He ran away.
এএন আইটি কেয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url