ফিলিস্তিনি ও ইসরাইলের যুদ্ধ নিয়ে অজানা তথ্য

ফিলিস্তিন ইজরায়েলের যুদ্ধ নিয়ে অনেক অনেক ভাবে আলোচনা করছে। আজ আমরা জানাবো ফিলিস্তিনের ইসরাইল যুদ্ধের মূল কারণ এবং কোথা থেকে এই যুদ্ধ শুরু হয়েছিল। সাধারণ মানুষের মধ্যে ফিলিস্তিন ইসরাইলের যুদ্ধ নিয়ে কি চলছে তার সম্পর্কে আলোচনা ও একটি কবিতা থাকছে আজকের আলোচনা।

ফিলিস্থিনি-ও-ইসরাইলের-যুদ্ধ-নিয়ে-অজানা-তথ্য

তো চলুন দেখা যাক ফিলিস্তিনের ইসরাইলের যুদ্ধের মধ্যে মূল কারণ গুলো কি কি ছিল। এবং কোথা থেকে সূত্রপাত ঘটে। ফিলিস্তিন ও ইসরায়েলের  যুদ্ধ মূলত ইহুদী ও মুসলিমদের মধ্যে।

সুচিপত্রঃ ফিলিস্থিনি ও ইসরাইলের যুদ্ধ নিয়ে অজানা তথ্য 

ফিলিস্তিন ও ইজরায়েল  যুদ্ধ অজানা তথ্য 

ইসরাইলও ফিলিস্তিনি সংঘাত হলো প্রাক্তন ও বাধ্যতামূলক ফিলিস্তিনের ভূখণ্ড ও আত্মনিয়ন্ত্রণ নিয়ে। সংঘাতের মূল পটভূমি হচ্ছে পশ্চিমা তির, গাজা উপতাকা, জেরুজালেম। ফিলিস্তিনেও ইসরাইলের মূল সংখ্যাত সূত্রপাত ঘটে ১৯ শতকের  শেষ থেকে। ফিলিস্তিনেরা উপনিবেশের মাধ্যমে ইজরাইলকে একটি ইহুদি রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সংঘাত ঘটে এবং ইহুদী উথান  শুরু হয়। ফলে আটোমন ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনকারীদের প্রথম আগমন।সেখানকার স্থানীয় আরব জনগোষ্ঠী ক্রমবর্ধমান ইহুদিবাদের শুরু করে। 
তখন থেকে নানা কারনে দূর রাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি অঞ্চল দখলের পর বাধ্যতামূলক প্যালেস্টাইন কে ব্রিটিশ ব্যান্ডেট হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। তখন থেকেই ইহুদি ও আরবদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়। এর সূত্র ধরেই ১৯৪৭ সালে গৃহযুদ্ধ শুরু হয়। 

ফিলিস্তিন ও ইসরাইলের যুদ্ধের বর্তমান অবস্থা 

বর্তমানে ফিলিস্তিনি ও ইসরায়িলের যুদ্ধের ভয়াবহ রূপ  নিয়েছে। অনেক মানুষ হতাহত হচ্ছে। জানমাল ও ঘরবাড়ি অনেক ক্ষতি হচ্ছে। ফিলিস্তিনি মুসলিমদের উপর অনেক অত্যাচার হচ্ছে। অত্যাচারে বাদ যায় না থেকে বয়স্ক থেকে  শিশু, নারী সকলে অত্যাচারিত হচ্ছে।সকলেই ঘরবাড়ি ছাড়া হচ্ছে খাদ্য সংকটে ও বস্ত্র সংকটে ভুগছে। সকলে এক মুঠো খাদ্যের জন্য হাহাকার করছে। ইসরাইল ও ফিলিস্তিনের এই যুদ্ধে বিভিন্ন দেশের উপর বিরুপ প্রভাব ফেলছে। মানুষের মনে আগ্রাসনতা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হচ্ছে। 
২০২৫ সালে এসেও বিশ্ব এক বর্বর নির্যাতন দেখবে সেটা আশা করেনি কিন্তু ফিলিস্তিনেও ইসরাইলের যুদ্ধ এর বড় প্রমাণ। ১৯৭১ সালে বাংলাদেশে ও পাকিস্তানের মধ্যে যেরকম যুদ্ধ সংঘটিত হয়েছিল তেমন যুদ্ধ সংঘটিত হচ্ছে ইসরায়িল ও ফিলিস্তিনদের মধ্যে। কিন্তু বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো এখনো নিরব এবং এর কোন সমাধান করতে পারছে না এটাই এখন চিন্তার বিষয়।
 
ফিলিস্থিনি-ও-ইসরাইলের-যুদ্ধ-নিয়ে-অজানা-তথ্য

ফিলিস্তিনি ও ইসরাইলের যুদ্ধ নিয়ে একটি কবিতা 

  জাগো বিশ্ব বিবেকগন

গাজার চারিদিকে এই শতকে 
মৃত্যুর নৃসংসহ প্লাবন 
জাগো বিশ্ব বিবেকগণ 
বন্ধ করতে ইসরাইলের আগ্রসন। 
ভুলন্ঠিত হচ্ছে মানবতা 
দিনে দিনে ফিলিস্তিনে 
বাড়ছে বর্বরতা জঘন্য ব্যক্তি স্বার্থে। 
শিহরণ জাগা মৃত্যুর গন্ধে
 চালাচ্ছে নির্মম নির্যাতন 
ইসরাইলি কাফের ইসরাইলি যবন। 
মৃত্যুর ভয়াবহতা কিছু বল দিচ্ছে 
নিরীহ  ফিলিস্তিনিদের সারাক্ষণ
নিন্দা গ্লানির পঙ্ক সমরাস্ত্র 
কেড়ে নিচ্ছে হাজার হাজার 
 অসহায় মানুষের জীবন।
হানাদিয়ে চারিপাশে 
নরপশুরা চালাচ্ছে খুন-ধর্ষণ 
রক্তসিন্ধুতে অশ্রু অর্পণ 
স্বার্থের ছোবলে পাপীষ্ঠ হৃদয় 
দিয়ে যাচ্ছে অমানুষের পরিচয় 
আজ তারা রয়েছে অবচেতন। 
বক্ষে ব্যথা চোখে নাই অশ্রু
মন বেদনায় হারিয়ে আপনজন,
হারিয়ে প্রিয়জন ওগো বিশ্ব জনগণ। 
থামিস না তোরা চালা 
মানব জাতির লজ্জা প্রলোভন।
চিনে নাও শত্রু
চিনে নাও স্বজন 
এক হও বিশ্বের সব বিবেকবানগন 
উৎখাত করো ধ্বংস করো 
গাজা হতে ইসরাইলের দুর্বৃত্তায়ন। 
ছিন্ন করো বন্ধন 
ছিন্ন করো বন্ধন 
যারা ইসরাইলকে দিচ্ছে ইনধন 
ফিলিস্তিনিদের করতে নিধন। 
কোথায় সব মানবাধিকার সংগঠন? 
এ কেমন তাদের আচরণ 
মুখে চালায় খঞ্জন, 
ফিলিস্তিনিদের রক্ষার্থে 
যাদের ভূমিকা সর্বাগ্রে প্রয়োজন
বাস্তবে নেই তাদের কাজের প্রতিফলন। 
শুনো কাদন শোন কাদন 
হে বিধাতা কবে হবে বন্ধ
ইজরাইলি আগ্রাসন।।

 সর্বশেষ লেখকের মন্তব্য 

উপরের আলোচনায় আমরা আজকাল অন্যরকম হয়েছে এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমরা কখনো চাই না মানুষের মধ্যে সংঘাত সৃষ্টি হোক। মানুষ মানুষের জন্য এটাই হচ্ছে সৃষ্টির মূল উদ্দেশ্য। আমাদের সৃষ্টি করেছে সকলের কল্যাণের জন্য। কিন্তু মানুষ তার বিবেকবোধ হারিয়ে পশু তে পরিণত হচ্ছে সেটাই চিন্তার বিষয়। ফিলিস্তিনের ইসরাইলের মধ্যে একটি সংঘাত সৃষ্টি হয়েছে তাই কি সাম্প্রদায়িকরা রাজনৈতিক সংঘাত। এই সংঘাত যেন আমাদের মাঝে ছড়িয়ে না পড়ে সেটি সম্পর্ক থাকতে হবে এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে এই সংঘাতের সমাপ্তি টানতে হবে। 
প্রিয় পাঠকগণ আজকের আলোচনা থেকে যদি কোন শিক্ষা পেয়ে থাকেন এবং যদি কোন অজানা তথ্য জানতে পারেন তাহলে আমাদের সার্থকতা। আমরা চাই সব সময় পাঠকদের মাঝে  নতুন কিছু উপস্থাপন করতে। আমাদের আইটেমটাকে ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট জানাবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এএন আইটি কেয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url